রাধারমণ দত্ত রচিত গান নং ৯৩৫

প্রাণবন্ধু দাসীরে ফিরিয়া চাইও
অবলা রাধারে বন্ধু মনেতে ভাবিও।
নিতি নিতি চুপে আইসা যাওয়া কোন রুপেরে
ওগো ননদীর ডরে বন্ধু আমায় না ছাড়িও।
মুই যাইমু যমুনার জলে, ও বন্ধু তুমি যাইও কোন ছলেরে
এগো কদমডালে বসিয়া বন্ধু বাঁশিটি বাজাইও।
তুমি আমার প্রাণপ্রিয় আমায় শান্ত কর দেখা দিয়া রে
আমার বিষাদ সংকটের কালে যুগল চরণ দিয়ো গো।
দীনহীন কাঙ্গাল আমি ঠেকিয়া রইমু মায়াজালে রে
ওগো শ্রীরাধারমণে বলে দুঃখ দিলে দুঃখ সইও।।