রাধারমণ দত্ত রচিত গান নং ৭৪০

মনদুঃখে মইলাম গো সখি কি হবে আর জানিনা ।
এগো গোকুল নগরের মাঝে গো সখি কলঙ্ক হইলো রটনা ।।
যার কুলেতে কুল মজাইলাম, তার কুল আমি পাইলাম না
পিপাসায় চাতকী মইলো গো সখি জল পিপাসা গেলো না ।।
মনপ্রাণ বলে আশা দিয়ে গো প্রাণনাথ আর আইলো না
মনপ্রাণ দিলাম গো যারে সে করে গো ছলনা ।
আসবো বলে আশা দিয়ে গো প্রাণনাথ আর আইলো না ।।
ত্বরাই সখি দেখাও দেখি শ্যাম বিনে প্রাণ বাঁচেনা
শ্রীরাধারমণে বলইন গো সখি প্রেমজ্বালায় প্রাণ বাঁচেনা ।।