আমি কেন গেলাম জলে গো সখি কেন গেলাম জলে ।
ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে ।।
কদম্বের ডালে ত্রিভঙ্গের বেশে কালায় আমায় দেখে মুচকি হাসে ।
ভরা কলসীর জল ঢালিয়া ফালাও ভূমিতল
আমার মনে লয় গো আবার যাইতাম জলে ।
ভাবিয়া রাধারমণ কয় কিবা প্রাণি জ্বলে রয়
এগো কালা আমার গলার গো মালা ।।