রাধারমণ দত্ত রচিত গান নং ৯৫৯

আমি প্রাণবন্ধুরে পাইলাম না গো বিরহে জ্বলিয়া
দুঃখিনীর জনম নি যাবে কান্দিয়া কান্দিয়া।।
পুরুষ কঠিন জাতি নিদারুণ হিয়া
না জানে নারীর বেদন নিদারুণ নিদয়া।।
বন্ধের হাতে প্রাণ সঁপিলাম আপনা জানিয়া
এখন মোরে ছাড়িয়া গেল কুলটা বানাইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আসবে তোমার কালাচান্দ শান্ত কর হিয়া।।