রাধারমণ দত্ত রচিত গান নং ৭৬৬

সই গো আমি রইলাম কার আশায়
পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়।
আসব আসব আসব বলে সরল কথা কইয়া যায়
সারা নিশি জাগি রইলাম আইল না শ্যামরায়।
মলুয়া পবন বয় ডাকে পিক রায়
কুহু কুহু পিক রবে আগুন জ্বলে কলিজায়।
ভাইবে রাধারমণ বলে নিশিগত প্রায়
কি দোষে কুঞ্জে আইল না নিদয়া শ্যামরায়।।