শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া
কুলবধূর কুল মজাইলায় বাঁশরি বাজাইয়া ।
প্রথম পিরীতের কালে আইলায় নিতি নিতি
এখন বুঝি শুরু কইলায় দুইপরি ডাকাতি ।
কেউর পিরীত আইতে যাইতে কেউর পিরীত রইয়া
আর কতকাল রাখতাম পিরীত লোকে বৈরী অইয়া ।
শুকসারি পিরীত করে তমাল ডালে বইয়া
মনে লয় উড়িয়া যাইতাম বনের পাখি অইয়া ।
ভাবিয়া রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় সঙ্গে যাইবো কুলমান খাইয়া ।।