সখি শোন গো ললিতে
পরাণ আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে ।।
গহীন বনে বাজায় বাঁশি আমি তখন ঘরেতে
ঘরের কামে মন বসেনা কালার বাঁশির সুরেতে ।।
এমন সুরে বাজায় বাঁশি আঙ্গুল দিয়া বিন্দেতে
রাধা বলি আকুল করে কালার বাঁশির সুরেতে ।।
ঘরের কাজে মন বসেনা গঞ্জে হড়ি নন্দেতে
গঞ্জনা পশেনা কানে কালার বাঁশির সুরেতে ।।
ভাবিয়া রধারমণ বলে তরি সখি কোন কালে
ঘরের মন বাইরে গেছে কালার বাঁশির সুরেতে ।।