রাধারমণ দত্ত রচিত গান নং ৮১৩

আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না।
আমি সিনানে যাব সিনান করিব না
আমি খাইতে যাব খাইতে পারব গেলাস নিব না।
শুইতে যাব শয়ন করব বিছানা করব না।
আমি শুইতে যাব শয়ন করব ঘুমাইব না।
মশায় খাবে গা মুছিব মশারী টাঙ্গাইব না।
গুরু ধরবো নাম বিচারিবো পন্থ ছাড়বো না
ভাইবে রাধারমণ বলে ইহাই আমার কল্পনা।।