আসিয়া গৌরাঙ্গের হাটে কূলমান হারাইলাম গো সই
গৌরচাঁন্দের দেখা পাবো নি গো সই
সই গো সই তিলেকমাত্র পাইতাম যদি গৌর গুণমণি
এ কেশেতে ছাপাইয়া গো রাখতাম ছাড়িয়া বান্ধতাম বেণী
সই গো সই আমি অতি নিদুখিনী দুঃখে যায় মোর কাল
আহা, ছাড়াইতে না পারি আমি এই ভবের জঞ্জাল ।
সই গো সই ভেবে রাধারমণ বলে, এই কর এই কর
আহা মনুষ্য জন্ম দুর্লভ জনম না হইবো আর ।।