বুক চিরে দুঃখ কারে বা দেখাবো কোথায় যাবো
বুক চিরে দুঃখ কারে বা দেখাবো ।।
দুঃখ অন্তরে গাঁথা বন্ধু বিনে বলবো কোথা
আমার প্রেমের আগুন কি দিয়া নিবাবে ।
বন্ধু রইলো দূরদেশে আমি রইলাম আসার আশে
আমার আশা কবে মিটিবো ।
আসবে বলে প্রাণের কালা বিনা সুতে গাঁথি মালা
মালা বাসি হইলে কার গলে পরাবো?
সখি মথুরায় গিয়া এ সংবাদ আসো জানিয়া
আমার মরণকালে চরণ নি পাইবো?
না দেখিয়া যাই মরিয়া তমাল ডালে বান্ধো নিয়া
রাধারমণ মরিয়া গেছে বন্ধুরে বলিবো ।।