রাধারমণ দত্ত রচিত গান নং ৩৭৫

কি হেরিলাম গো রুপে ডুবিলো নয়ন ।।
কি আচানক রুপ মাধুরী এমন দেখিনাই কখন ।।
অন্তরে বিন্দিলো রুপ, ভেঙ্গে সত্য কহো স্বরুপ, এ কী অপরুপ
কেহ নাই তার অনুরুপ এ তিন ভুবন ।।
চূড়ার উপরে পাখির পাখা কি দেখালে অ বিশখা
পটেতে লেখা অঙ্গে ত্রিভঙ্গ বাঁকা মুরলী বদন ।।
চটকে ধামিনী আভা পীতাম্বরে কতই শোভা কি মনোলোভা
হৃদয়ে জাগে রাত্রি দিবা কহে শ্রীরাধারমণ ।।