আমি কেন আইলাম গো বাজারের ভাও না জাইনে ।
কিসের লাগি ভবে গো আইলাম
কি করিতে কি করিলাম
আমি সাধনের ধন অসাধনে হারা হইলাম
পুঞ্জিপাট্টা যতই গো ছিলো সকলই হরিয়া নিলো গো
আমি না জাইনে ডাকাইতের ঘাটে নাও বান্ধিলাম গো
ভাইবে রাধারমণ বলে আমার মানব জীবন যায় বিফলে গো
আমি না জাইনে রাংচার দরে সোনা দিলাম গো ।।