রাধারমণ দত্ত রচিত গান নং ৭৮৩

আর তো দেরী নাই গো সখী
বিদায় দাও গো প্রাণবন্ধুয়া রাই।।
দেও গো আমার চুড়াধড়া হাতে দেও মোর বাঁশি
দেখলে রাধার খুশিবাসী প্রাণেতে হই খুশী
ভাইবে রাধার খুশিবাসী প্রাণেতে ভাবিয়া
পরাণ দিয়া পরাণ নিব গো হায় গো পিরিতের লাগিয়া।।