রাধারমণ দত্ত রচিত গান নং ৮৬

বুঝি কোন কর্মফলে এলে রে মন ভূমণ্ডলে
কত সাধে জন্ম পাইয়ে ছিলে এমন দুর্লভ জন্ম যায় বিফলে ।।
মন রে এই প্রতিজ্ঞা ছিলো পূর্বে, ভজবে কৃষ্ণ এসে ভবে ।
এখন নাইরে স্মরণ ভবের ভাবে, স্ত্রীপুত্র সম্পদে ভুইলে
মনরে শ্রীগুরু কৃষ্ণ বৈষ্ণবেতে তিন রুপে এক বিশ্বাসেতে ।
শুদ্ধকরণ রুপের ভজন সাধন বিনে আর কি মিলে ।
মনরে মহাজনের যেই মত তাতে হরে অনুগত ।
মন হইলো না মনের মতো, শ্রীরাধারমণ বলে ।