কি আচানক সৈন্ন্যাসী একজন গো আমি তার নাম জানি না । নয়ন বাঁকা ভঙ্গী বাঁকা কি আচানক যায় গো দেখা মাঝে মাঝে শ্যামল বরণ গো ।। হাতে লোটা মাথে জটা কপালে তিলকের রেখা চিনিতে না পারি বলে রাধারমণ ।।