শোনরে বন্ধুয়ার বাঁশি মধুর স্বরে বেইজোনা বেইজোনা ।।
অবলা বধিতে বিধাতার সৃজনা ।।
যখন গুরুর কাছে বসি তুমি নাম ধরিয়া ডাকো বাঁশি
যেন জানোনা হে বাঁশি নারীর বেদনা ।।
কাল নাগিনী ননদিনীর জ্বালায় বাঁচিনা ।।
একে তো অবলা নারী কুলভয় লাজে মরি
আর জ্বালাইও নারে বাঁশি আর জ্বালাইও না ।।
হিয়ার মাঝে জ্বলছে অনল নিবাইলে নিবে না ।।
দিবানিশি হিয়ার মাঝে প্রেমের অনল জ্বলতে আছে
ধৈর্য মানেনা রে বাঁশি ধৈর্য্য মানে না
শ্রীরাধারমণের আশা নিরাশা কইরো না ।।