হরিনাম কর সার । একবার মনের খেদে হরি বল মনপাখি আমার ।। ভবের হাটে আইসা যাওয়া ঠেকবায় রে একবার । সময়ে বেইল থাকিতে দেও রে পাড়ি সময় নাই রে আর ।। ভাইবে রাধারমণ বলে অসার সংসার দয়াল গুরু বিনে ভবার্ণবে বন্ধু নাই রে আর ।।