রাধারমণ দত্ত রচিত গান নং ৩৮

কোন ভবে আইলাম রে নিতাই
চৈতন্যের হাটে মাইর খাইলাম রে ।
রঙ্গে আইলাম রঙ্গে গেলাম
রঙ্গে ভুইলা রইলাম ।
রঙ্গে রঙ্গে মহাজনের
তবিল ভাঙ্গিয়া খাইলাম ।
উল্টা আইলাম উল্টা গেলাম
উল্টা কলে রইলাম ।
উল্টা কলে চাবি দিয়া
তালা না খুলিলাম ।
এক সমুদ্রের তিনটি ধারা
তারে না চিনিলাম ।
গঙ্গার জল তাজ্য করে
কু জল খাইয়া মইলাম ।
গোসাই রাধারমণ বলে এইবার এইবার
দুর্লভ মনুষ্য জনম না হইবো আর ।।