রাধারমণ দত্ত রচিত গান নং ৫৯০

আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
এগো কেন গো রাই কানতে আছো পাগলিনী হইয়া ।
জাতি যুথী ফুল মালতী আন গো তুলিয়া
এগো মনোসাধে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া ।।
আতর গোলাপ চুয়াচন্দন কটরায় ভরিয়া
এগো আমার বন্ধু আইলে দিও ছিটাইয়া ছিটাইয়া ।।
লং এলাচি জায়ফল জাতি বাটাতে সাজাইয়া ।।
আমার বন্ধু আইলে দিও খিলি মুখেতে তুলিয়া ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
এগো আসবে তোমার প্রাণবন্ধু বাঁশিটি বাজাইয়া ।।