রাধারমণ দত্ত রচিত গান নং ৫৩৯

সখি আমি আগে জানি না, প্রেম করা যে এই লাঞ্ছনা ।
ওগো প্রেম করে যে হইলাম গো দোষী লোকের মুখে ঘোষণা ।।
শাশুড়ি ননদী গো হেথা হেলায় খোচায় তেড়া গো কথা
আমি যে অবলা নারী কিছু প্রমানিতে পারি না ।।
নারীর যৌবন চুনের গো ফোটা গেলো যৌবন রইলো খোটা
নারীর যৌবনে জোয়ার ভাটা গেলে যৌবন আর পাবে না ।।
ভেবে রাধারমণ বলে প্রেম কইরো না তোমরা সকলে
ওগো প্রেম করিয়া দ্বিগুণ জ্বালা মইলে জ্বালা যাবে না ।।