নবদ্বীপের মাঝে গো সোনার একজন মানুষ আসিয়াছে ।।
এগো হরিবল হরিবল বইলে গৌরচাঁন্দ আনন্দে ভাসিয়াছে ।।
কেউ বলে যশোদার পুত্র বুঝি নীলমণি
কেউ বলে শচীর দুলাল গৌরচাঁন গুণমণি ।
নয়নেরই দুটি চঁন্দ্র ঝিলমিল ঝিলমিল করে
কোটিচঁন্দ্র বিরাজিত গৌরার উজ্জল কমলে ।।
ভাইবে রাধারমণ বলে শোন শচীরাণী গো
জীব নিস্তারিতে গৌরচাঁন হইয়াছে সন্ন্যাসী গো ।।