রাধারমণ দত্ত রচিত গান নং ২৪৫

নবদ্বীপের মাঝে গো সোনার একজন মানুষ আসিয়াছে ।।
এগো হরিবল হরিবল বইলে গৌরচাঁন্দ আনন্দে ভাসিয়াছে ।।
কেউ বলে যশোদার পুত্র বুঝি নীলমণি
কেউ বলে শচীর দুলাল গৌরচাঁন গুণমণি ।
নয়নেরই দুটি চঁন্দ্র ঝিলমিল ঝিলমিল করে
কোটিচঁন্দ্র বিরাজিত গৌরার উজ্জল কমলে ।।
ভাইবে রাধারমণ বলে শোন শচীরাণী গো
জীব নিস্তারিতে গৌরচাঁন হইয়াছে সন্ন্যাসী গো ।।