রাধারমণ দত্ত রচিত গান নং ৮১৬

উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার।।
মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার
গুরুভক্তি নাই অন্তরে, স্ত্রীপুত্রের হইছ বেগার।
ভাঙ্গা নাও সওয়ারী মনা, মস্তল কইলাম সার,
অজপারে সাধন কৈলে নামের গুণে হবে পার।
বাউল রাধারমণ বলে গুরুর চরণ কর সার
গুরুর চরণ সাধন কইলে ডঙ্কা মারি হবে পার।।