রাধারমণ দত্ত রচিত গান নং ৮৫৮

যারে দেখলে নয়ন যায় ভুলে
ভাবের মধু কে দিল ঢেলে।।
ভাবের মানুষ রুপে চিনা যায়
ছয় জন গো দাড়ে বইয়া নয়জনে দাড় বায়
তার উল্টা কুরা, উল্টা জোড়া, উল্টা বাদাম যায় ঠেলে।
একখানা চরকার ষোলোখানা পাতি
দুই ধারে বসাইয়া দিছে প্রধান দুই খুটি
তালে মানে এক হইলে ঘুরব চরকার সামালে।
ভাবিয়া রাধারমণ বলে
ভাব ছাড়া হইলে তারে মানুষ কেটা বলে
ভাব ছাড়া মরা কাষ্ঠ ভাসাই দেও নি গভীর জলে।।