হরির নাম বিনে আর সকলই অসার দেখিস না মন ভাইবে ।
হরি নামে যারা বান্ধিয়াছে ভারা যাচ্ছে তারা পাল টাঙ্গায়ে
নাম চিন্তামণি তরিতে অবনী আছে বান্ধা যে হৃদয়ে ।
নামের ভরা ভরি, গাইয়ে নামের সারি যাচ্ছে বাইয়ে রসিক নাইয়ে ।
নামামৃত যার রসে আসিয়া থাকে যারা মকর হইয়ে
জাহ্নবী সলিলে খেলি কৌতুহলে শুগড়ির জলে রয় ছাপাইয়ে
পূর্ণানন্দ ধাম রাধাকৃষ্ণ নাম জপ মন রসনা রে
শ্রীরাধারমণ করবে গমন নামের বৈঠা হাতে নিয়ে ।।