তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও পাষাণ মন রে বুঝাইও যদি হয় রে সুজন, তার কাছে না যাইও মন রে তুমি নিদাগেতে দাগ লাগাইবার চাইও।। ভাইবে রাধারমণ কয়, শুন মন মহাশয় রে তুমি রসিক পাইলে রসের কথা কইও।।