কে তুমি কদম্বমূলে পরিচয় কেন বলো না
বাঁশিটি বাজাইয়া পাগলিনী আর কইরো না ।।
নিতি নিতি বাজায় বাঁশি উড়াইয়া নেয় প্রাণি
কাকুতি মিনতি করি রাধা বইলে আর ডাইকো না ।।
পন্থ ছাড় ছাড় বলি আমরা সব কূলনারী
শিরেতে কলঙ্কডালি লোকে দেয়রে গঞ্জনা ।।
শাশুড়ি ননদী ঘরে থাকি আমি কেমন করে
শ্রীরাধারমণ বলে এই পথে আর যাইও না ।।