অয়রে শ্যামচাঁন্দের বাঁশি আকুল কইলো মোরে ।
দেওয়ানা কইলো মোরে রে ডাকাইতা বাঁশির সুরে ।
বাঁশি ধরি মাইলো টান উড়িলো যুবতীর প্রাণ রে
শ্যামরুপ পানে চাইয়া থাকি রে নয়ন ভইরা দেখি রে
জুড়াবো দুই আঁখি রে ।।
আমি যাইমু জলের ছলে তুমি যাইবায় কদম তলে রে
কদম তলে হইবো দেখা, শ্যাম তোমার আমার একা রে
কহিবো দুঃখের কথা রে ।।
ভাইবে রাধারমণ বলে বাঁশির জ্বালায় অঙ্গ জ্বলে রে
পিরীত কইরে ছাইড়া গেলো অন্তর আমার ঝুরে রে ।।