রাধারমণ দত্ত রচিত গান নং ৮৭৫

ঐ অষ্টমী তিথি অতিপুণ্যবতী মহাষ্টমী গনি।
যাগযজ্ঞ ধর্ম জপ তপ কর্ম করে ঋষি মুনি।।
কেহ চণ্ডী পাঠে আর কেহ ঘাটে কুলবন্দন আনি
নব বেল পত্র করি মন্ত্রপুত দিতেছে অমনি।।
অষ্টমী গতে এই নবমীতে কম্পিত মেদিনী।
ঢেলে যজ্ঞে ঘৃত নব বোম্যপত্র জ্বলন্ত আগুনী।।
হল পূজা সাঙ্গ করল মন ভঙ্গ এল ত্রিশূলপাণি।
কাল দশমীতে ঐ ভবের সাথে যাবেন ভবানী।।
শুনি নন্দী কথা ঐ শিবের বার্তা দুঃখের কাহিনী।।
ভজন নয়ন তারণ রানী উমা কুশল বিদরে পরানী।।
দিন দিন তার দিলেন উধার দেব শূলপাণি।
রাধারমণ ভনে ভাবতেছো কেনে শুন গো কাহিনী।।
মা যে তোমার তুমি মায়ের পরাণের পরানী।
আস গো ফিরে প্রতি বৎসরে মনে অনুমানি
হল কবি সাঙ্গ অতি সুপ্রসঙ্গ বর্ণনা না জানি।
যা ছায়া লিখায় শ্রীতারিণী সায় তা লিখে লেখনী।।