রাধারমণ দত্ত রচিত গান নং ২৬৬

মাধাই নিতাই কোথা রইলো রে যে আনিলো প্রেমরত্নধন ।।
নিতাই সংকীর্তণের শিরোমণি গৌরাঙ্গের প্রাণ রে ।।
নিতাই মাইর খাইয়ে প্রেমনাম যাচে মাধাই নিতাই পতিত পাবন ।।
প্রেমে অবনী ভাসাইলো নিতাই, নিতাই বঞ্চিত রাধারমণ ।।