রাধারমণ দত্ত রচিত গান নং ৩৮০

কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে ।।
আধো মাথায় মোহনচূড়া আধ মাথায় বেণী
শ্যামের চূড়ায় করে ঝিলমিল ঝিলমিল বেণীয়ে ধরে ফণী ।।
আধ গলায় চন্দ্রহার আধো গলায় মালা
অর্ধ অঙ্গ গৌরবরণ অর্ধ অঙ্গ কালা ।।
আধো মুখে মোহন বাঁশি আধো মুখে হাসি
রমণ বলে হইতাম আমি শ্রীচরণের দাসী ।।