রাধারমণ দত্ত রচিত গান নং ৫৭৩

সখি উপায় বলো না, পিরীতি বাড়াইয়া এবে ঘটিলো যন্ত্রণা ।
সাধে সাধে পিরীত করি এখন তারে পাইনা
লোকের নিন্দন তীর বরিষণ সহ্য করা যায়না
পাড়ার লোকে কয় অসতী কুল ছাড়া মুই ললনা
কুঞ্জবনে ঘুরিয়া ফিরি তার তো দেখা পাইনা ।
ভাবিয়া রাধারমণ বলে ঠেকিলাম পিরীতের কলে
উল্টা কলে ধরছে টানি ছাড়ার দিশা পাই না ।।