রাধারমণ দত্ত রচিত গান নং ৪৬৮

বাঁশির গানে জীবন সংশয় গৃহে রইতে পারি না
আমার উড়ে গেছে মনপাখি ।।
চিত্রপটে বংশীনাটে ঘাটে কি দেখাদেখি
কৃষ্ণ দরশন বিনে এ জীবনের আশা কি ।।
মনের সহিত প্রাণ গেলে আর শূণ্য দেহে থাকে কি
ইন্দ্রিয়গণ কেহ নয় আপন এখন আমার উপায় কি ।।
আয় কে যাবে শ্যাম দরশনে নইলে যাবো একাকী
শ্রীরাধারমণে ভনে শ্যাম হেরতে জুড়াই আঁখি ।।