চাতক রইলো মেঘের আশে তেমনি মতো রইলাম গো আমি
শ্যামচান্দের আশে গো সই আমি মনের দুঃখ কার ঠাই কই ।।
তমাল ডালে বাজাও হে বেণু তমাল ডালে লাগছে গো রাধার শ্যামপদ রেণু
তমাল ডালে আমার গলে একত্রে বাঁধিয়া থই ।
ভাইবে রাধারমণ বলে পড়িয়া রইলাম শ্যামের যুগল চরণতলে
শ্যামের দেখা পাবো বলে আশা পথ চাইয়া রই ।।