যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া জনম গেলো
হইলাম না তার অনুরাগী ।।
হাতে লইয়া গামছা লোটা কপালে দি তিলক ফোটা
সার হইলো হাটা উটা দিন কাটাইলাম লইয়া মাগী ।
মাগীর মোহে মগ্ন হইয়া মূল নাম বিস্মরিয়া
দিন কাটাইলাম চাইয়া চাইয়া বৃথারে সংসারের লাগি ।
দিন গেলো কামকেলিতে মাল নিলো ছয় ডাকাইতে
দিশা পাইনা লেখাইতে দারোগার কুদামের লাগি ।
ভাবিয়া রাধারমণ বলে দিন গেলোরে মায়ার ছলে
খেয়া ঘাটে ঠেকবে কলে ভেকের বৈরাগী ।।