রাধারমণ দত্ত রচিত গান নং ৫০৬

শোন বংশী প্রাণসজনী কদম্বে কি বংশী বটে ।।
আত্মা ইন্দ্রিয় মনাকর্ষণ করে প্রাণী আমার নাই গো ঘটে ।।
মোহন মধুর স্বরে মনপ্রাণ উচাটন করে ।।
আর রহিতে না পারি ঘরে পড়িয়া কি বিষম সঙ্কটে ।।
কালার বাঁশি হইলো কাল বাঁশিয়ে ঘটালো জঞ্জাল ।।
চলাচল সকলে আমায় নিয়ে চল জলের ঘাটে ।।
ধৈর্য না মানে প্রাণে উন্মাদিনী বাঁশির গানে
শ্রীরাধারমণে ভনে চল যাই শ্যামের নিকটে ।।