সোনা বন্ধু কালিয়া আইলো না শ্যাম কি দোষ জানিয়া ।
বড়ো লইজ্জা পাইলাম নিকুঞ্জে আসিয়া ।।
আর মনে বড় আশা করি
আইলো না শ্যাম বংশীধারী ।
কত চুয়া চন্দন কটরায় ভরিয়া ।।
আর গাঁথিয়া বনফুলের মালা
মালা হইলো দ্বিগুণ জ্বালা ।
ও মালা নেও নেও
দেও মালা জলেতে ভাসাইয়া ।।
আর ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
ও তার নয়নজ্বলে
বক্ষ যায় ভাসিয়া ।।