ঐ যমুনার ঘাটে কদম্ব কি বংশী বটে সই ।।
মুরলী মধুর নাটে প্রাণ চমকি উঠে ।।
শ্রবনমঙ্গল বাঁশি অন্তরে গরল রাশি সই
কূলবধূর কূলবিনাশী কলঙ্ক রটে ।।
উগাড়ে অমিয় রাশি পরতন্ত্র শ্যামের বাঁশি সই
বাঁশির স্বরে মন উদাসী প্রাণ নাই ঘটে ।।
বাজায় বাঁশি কালশশী কিবা দিবা কিবা নিশি সই
মনে লয় তার হইতেম দাসী রাধারমণ রটে ।।