নবরসের গৌর গো হেরি কি হইলো গো প্রাণসখি
কাঁচাসোনা হলুদমাখা কি আচানক যায় গো দেখা
ঘাটে কেহ ছিলো না আমি একা, মনে লয় রুপ ধরিয়ে রাখি ।।
কি ক্ষণে জল ভরতে গো গেলাম রুপ দেখিয়ে ভুলিয়ে রইলাম
জাতকূলমান সব হারাইলাম দেহমাত্র রইলো বাকী ।
ভাইবে রাধারমণ গো বলে আশার আশে
আমার কয়দিন আছে গো বাকী ।।