রাধারমণ দত্ত রচিত গান নং ৬২৯

বাসর শয্যা কেন সাজাইলাম গো আমার আদরের বন্ধু আসলো না ।।
সখি গো, বড় আশা ছিলো মনে মিশিবো প্রাণবন্ধুর সনে
আমার মনের দুঃখ মনেতে রহিলো ।।
সখি গো আতর গোলাপ ভরি সাজাইলাম পানের বিড়ি
আমার কুঞ্জমোহন কার কুঞ্জে রহিলো ।
সখি গো ভাইবে রাধারমণ বলে দগ্ধে রাই প্রেমানলে
আমার প্রাণবন্ধু আনিয়া দেখাও মোরে ।