রাধারমণ দত্ত রচিত গান নং ৩২৫

আর দাড়াবো কত রে শ্যাম আর দাড়াবো কত
এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্রমাদ পাতো রে ।
শাশুড়ি ননদী ঘরে কারে ডরাই কত
এগো ঘরে গেলে হেলায় ঘুচায় কাল সাপিনীর মতো
ভাইবে রাধারমণ বলে বেলা হইলো গত
এগো ছাড় পন্থ লজ্জাবারণ কররে শ্যাম রাধাকান্ত ।।