ও প্রাণ সখি গো নিশিগত প্রাণনাথ আইলো না
এগো আইলো না গো চিকন কালা আশা পূর্ণ হইলো না ।।
লবঙ্গ মালতীর কলি বিনা সুতে মালা গাঁথি গো
আমার গাঁথা মালা হইলো বাসি শ্যামগলে দিলাম না ।।
বিদেশেতে যার পতি সে বা নারীর কিবা গতি গো
এগো দুরন্ত যৌবনের কালে যুবতীর প্রাণ বাঁচে না ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
এগো কুন রমনী পাইয়া শ্যামে আমায় মনে করে না ।।