রাধারমণ দত্ত রচিত গান নং ৩৭৩

কি রুপ হেরিনু পরাণসই
সাধ করে তারে হৃদয়ে থুই ।।
রুপের চটকে উন্মাদিনী হই
গৃহেতে পাগলী কেমনে রই
সেরুপ সজনী পাবো গো কই
রুপের কারণে কলঙ্কী হই ।।
শ্রীরাধারমণ আমার বই
শ্যামল রুপের তুলনা কই ।।