পহিলহি রাগ নয়নের কোণে
কালা সে নয়ান তারা
নয়নে নয়নে বাণ বরিষণে
হয়েছি পিরীতে মরা ।।
কালার পিরিতে ভাবিতে চিন্তিতে
এ তনু হইলো সারা
না জানিয়ে রীতি করিয়ে পিরীতি
একুল ওকূল হারা ।।
এ জাতি যৌবন কুলশীল ধন
দেখে দুনয়ান পারা
পিরীতে সাগরে ডুবিয়া রহিলু
জীবন থাকিতে মরা ।।
জানিয়ে সুহৃদ বাড়াইলে হৃদ
না জানি পুরুষ ধারা
পাষাণ সমান পুরুষ কঠিন
অবলা করিলো মারা ।।
অবলা কমল রসে টলমল
জানিয়ে রসিক যারা
শ্রীরাধারমণ করে নিবেদন
কালা সে রুপের ভারা ।।