রাধারমণ দত্ত রচিত গান নং ৪৬৫

বাঁশি বাজলো বিপিনে প্রাণে সান্তনা মানে বাঁশির গানে
এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে
বাঁশি না গো কাল ভুজঙ্গ দংশিলো আমার অঙ্গ
এমন বিষে অঙ্গ জর জর বাচিমু কেমনে গো
ভাইবে রাধরমণ বলে শ্যাম জ্বালায় অঙ্গ জ্বলে
এগো তোমরা সবে বারণ করো বন্ধুরে ।।