রাধারমণ দত্ত রচিত গান নং ৪৮৮

মোহন মুরলী কোন বনে বাজিলো ।।
শ্রবণ সুরঞ্জিত বংশী নামামৃত
পশু পাখি পুলকিত যুবতীর মন মোহিলো ।।
বংশীবাদন মুরলী সুবাঁধন
আর ধৈর্য্য না মানে প্রাণে মনপাখি মোর উড়িলো ।।
শ্যামের বাঁশি দুকুল নাশা
রাখেনা কুল মানের আশা
সদা বাড়ে প্রেম পিপাসা
রাধারমণ বলিলো ।।