কলির জীবের ভাবনা কিরে মন
হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা ।।
ছয় রিপুর সনে যোগ মিলাইয়ে
দয়াল গুরুর চরণে মুড়াইও মাথা ।।
আশাবৃক্ষ রোপণ কইরে বৃক্ষ প্রেমফল ধরিবে বইলে
বৃক্ষে প্রেমফল ধরিতো যদি দিনে দিনে বাড়িতো তরু গো লতা
ভাইবে রাধারমণ বলে যে ধইরাছে গুরুর পদে ।
যে ধইরাছে গুরুর পদে
তার জীওন মরণ সমান গো কথা ।।