রাধারমণ দত্ত রচিত গান নং ৪৪৩

প্রাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে ।
রাধা বইলে বাজলো বাঁশি শ্যামের বাঁশি কি মোহিনী জানে ।
চল চল প্রাণ সই গো যমুনা পুলিনে
নয়ন ভরি হেরবো হরি এই সাধ মনে
শ্যামের বাঁশির ধ্বনি উন্মাদিনী শুনে
শুনে গৃহে থাকি বল কেমনে ।।
কে যাবে কে যাবে সই শ্যাম দরশনে
অধৈর্য্য হইয়াছে প্রাণ ধৈর্য্য না মানে
মনে লয় উড়িয়া যাই বিধি পাখা না দিলো কেনে ।।
শ্যাম অনুরাগে রাই রঙ্গিনী সঙ্গিনীর সনে
গজেন্দ্র গমনে ধনী কদম্ব কাননে ।
কাখে কুম্ব হস্তে ঝাড়ি কহে শ্রীরাধারমণে ।।