রাধারমণ দত্ত রচিত গান নং ৬০২

বাসর শয্যা সাজাই কার আশায়
কই রইলো মোর বন্ধু শ্যামরায়
ওগো বিচ্ছেদ আগুন জ্বলছে হিয়ায়
আতর গোলাপ কস্তরী আনি
পুষ্পশয্যা করি সাজাইবার আশায়
ফুলের শয্যা বাসি আইলোনা গো কালশশী
আমার বাসি শয্যা ভাসাও যমুনায়
প্রাণ যাবে মোর নিশিগতে তাইতো তোমরা আমার সাথে
অধীন রমণ বলে রাইখো রাঙা পায় ।।