আঁখি হইলো ঘোর গো সখি নিশি হইলো ভোর ।
আদরের বন্ধু রইলো কতদূর ।।
আগে যদি জানতাম বন্ধু নিদয়া নিষ্ঠুর
তে কেনে বাড়াইলাম প্রেম আমি এত দূর ।।
সর ছানা মাখন রে বন্ধু লুচি পুরী গুড়
বন্ধুর লাগি ঘরে থইয়া আমি হইলাম চুর ।।
ভাইবে রাধারমণ বলে শোনগো ধনী রাই
অবশ্য আসিবা তোমার শ্রীনন্দের কানাই ।।