রাধারমণ দত্ত রচিত গান নং ১৫৭

আমি চাইয়া দেখতে যে পাই গৌরময় সকলি
গৌর আমার শঙ্খ গো সারি
গৌর আমার সিথের সিন্দুর মাথার চিরুনী ।।
গৌর আমার হস্তের কঙ্কন গলার পাঁচ লরী
আমি গৌর গলে লাগাইয়া ধীরে গমন করি ।।
যখন থাকি গৃহকর্মে
গৌর আমার কাছে আনকথা বলে গো যতনে
আমি গৌর গৌর গৌর বলে নয়নধারায় বইতে থাকি ।
ভাইবে রাধারমণ গো বলে গৌর কিগো সামান্যে মিলে
যতনে রাখিও তারে ।
আমি গৌররুপ সাগরের মাঝে মীনের মতো ডুবে থাকি